Home » গাংনীতে বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত ৪

গাংনীতে বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত ৪

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 43 ভিউ
Print Friendly, PDF & Email

মেহেরপুরের গাংনী উপজেলায় স্থানীয় টাকা উত্তোলনকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে সাহারবাটি ইউনিয়নের ভাটপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে জামায়াতে ইসলামীর চারজন নেতা–কর্মী আহত হয়েছেন।

আহতরা হলেন—গাংনী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন বাবলু (৫৫), জামায়াতের সাহারবাটি ইউনিয়ন সেক্রেটারী রবিউল ইসলাম রুবেল (৩৩), ভাটপাড়া ইউনিট বায়তুল মাল সম্পাদক সোহরাব হোসেন (৬৫) ও তার ছেলে শিশির হোসেন (২৮)। আলাউদ্দিন বাবলু ও সোহরাব হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জামায়াতের কয়েকজন নারী কর্মী ইয়ানতের টাকা উত্তোলন নিয়ে দোকান মালিক সোহরাব হোসেনের সঙ্গে কথা বলছিলেন। এ সময় বিএনপির কর্মী জামাল উত্তেজনা সৃষ্টির অভিযোগে সোহরাব ও তার ছেলের ওপর চড়াও হন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জামায়াতের স্থানীয় নেতারা। এরপর বিএনপি–জামায়াতের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ হয়।

গাংনী উপজেলা জামায়াতের আমির রবিউল ইসলাম বলেন, “আমাদের লোকজনের ওপর হামলা হয়েছে। এটি নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন।” অন্যদিকে গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু বলেন, “ঘটনাটি জামায়াত অতিরঞ্জিতভাবে প্রচার করছে। তারা প্রথমে হামলা চালিয়েছে।”

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.