মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামে ইছামতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ইয়াকুব হোসেন (১২) নামের এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ইয়াকুব তেঁতুলবাড়িয়া গ্রামের বোলতোল বাজারপাড়ার ইয়ারুল ইসলামের ছেলে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। স্থানীয় যুবক শাহিন জানান, ইয়াকুব তার দুই বন্ধুকে নিয়ে নদীতে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে তিনজনই পানিতে ডুবে যেতে থাকলে তিনি দৌড়ে গিয়ে দুজনকে উদ্ধার করতে সক্ষম হন। তবে ইয়াকুবকে আর উদ্ধার করা সম্ভব হয়নি। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে তার মরদেহ নদী থেকে উদ্ধার করেন।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানি ইসরাইল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।