Home » গাংনীতে ডিলারের বিরুদ্ধে জাল টিপসহি দিয়ে বয়স্ক বিধবার চাল আত্মসাতের অভিযোগ

গাংনীতে ডিলারের বিরুদ্ধে জাল টিপসহি দিয়ে বয়স্ক বিধবার চাল আত্মসাতের অভিযোগ

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 31 ভিউ
Print Friendly, PDF & Email

মেহেরপুরের গাংনীতে কাথুলী ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় নিয়োগপ্রাপ্ত ডিলার জিয়াউর রহমানের বিরুদ্ধে জাল টিপসহি ব্যবহার করে এক বিধবা বৃদ্ধার চাল আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ৭৫ বছর বয়সী বেনুয়ারা খাতুন ডিলারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

কাথুলী ইউনিয়নের খাসমহল গ্রামের মৃত গোলাম হোসেনের স্ত্রী বেনুয়ারা খাতুন জানান, তিনি অসুস্থতার কারণে গত আগস্ট মাসে চাল আনতে আত্মীয়কে পাঠালেও ডিলার চাল দেননি। পরে নিজে গিয়ে একাধিকবার চেষ্টা করেও চাল পাননি। চলতি সেপ্টেম্বর মাসের বরাদ্দ চাল পেলেও আগষ্ট মাসের ৩০ কেজি চাল এখনও পাননি বলে দাবি করেন তিনি।

তিনি অভিযোগ করে বলেন, আমার নামে টিপসহি জাল করে ডিলার জিয়াউর রহমান চাল আত্মসাৎ করেছেন। আমি এ ঘটনার সঠিক বিচার চাই।

এদিকে অভিযোগ প্রসঙ্গে গাংনী উপজেলা খাদ্য কর্মকর্তা ইসরাত জাহান জানান, কাথুলী ইউনিয়নে মোট ৩৩৪ জন সুবিধাভোগী আছেন। তাদের মধ্যে বেনুয়ারা খাতুনের নাম তালিকার ১৪০ নম্বরে। ডিলার ২৭ আগস্ট তার টিপসহি দেওয়া একটি তালিকা জমা দিয়েছেন। তবে জাল টিপসহি বা অনিয়মের প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।

ডিলার জিয়াউর রহমান, যিনি গাড়াবাড়িয়া গ্রামের খলিলুর রহমানের ছেলে ও গাড়াবাড়িয়া নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক, প্রথমে দাবি করেন বেনুয়ারা খাতুন আগস্ট মাসে চাল নিতে আসেননি। তবে টিপসহির বিষয়ে জিজ্ঞেস করলে তিনি গড়িমশি শুরু করেন এবং পরে ‘ভুল হয়েছে’ বলে স্বীকার করেন।

এ বিষয়ে গাংনী উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার হোসেন বলেন, চাল আত্মসাতের বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে সত্যতা প্রমাণিত হলে ডিলারশিপ বাতিলসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.