Home » গাংনীতে গভীর রাতে কৃষকের ফসল কর্তনের অভিযোগ, ২–৩ লাখ টাকার ক্ষতি

গাংনীতে গভীর রাতে কৃষকের ফসল কর্তনের অভিযোগ, ২–৩ লাখ টাকার ক্ষতি

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 39 ভিউ
Print Friendly, PDF & Email

মেহেরপুরের গাংনী উপজেলায় গভীর রাতে এক কৃষকের আবাদি ফসল কেটে নষ্ট করার অভিযোগ উঠেছে। এতে ক্ষতিগ্রস্ত কৃষক মাসিকুল ইসলাম দাবি করেছেন, তার ফসলের প্রায় ২ থেকে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনা ঘটে শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) দিবাগত রাতে কাজীপুর ইউনিয়নের বেতবাড়ীয়া গ্রামের নদীর তীরবর্তী জমিতে।

মাসিকুল ইসলাম জানান, তার দেড় বিঘা জমিতে আবাদ করা তুলা, রসুন, গম ও আড়ল গাছ কেটে নষ্ট করা হয়েছে। শনিবার সকালে মাঠে গিয়ে তিনি ফসলের ক্ষতি দেখেন এবং তাৎক্ষণিকভাবে প্রশাসনের কাছে অভিযোগ করেন। তিনি অভিযুক্ত করেছেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শেহালা গ্রামের উসমান আলী ও দবির মণ্ডলের তিন ছেলে—মইদ্দিন, আতাউর ও আক্কাসকে। তবে তিনি জানান, পূর্বে অভিযুক্তদের সঙ্গে তার কোনো ব্যক্তিগত বিরোধ ছিল না।

ক্ষতিগ্রস্ত কৃষক বলেন, “আমি একজন গরিব কৃষক। অনেক কষ্টে ফসল আবাদ করেছি। কোনো কারণ ছাড়াই এমন ক্ষতি করা হলো। আমি চাই প্রশাসন দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিক।”

স্থানীয় এলাকাবাসীও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা দাবি করেছেন, কৃষকের ফসল নষ্টের মতো ঘটনায় যথাযথ ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ আরও বাড়বে। তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন, দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হোক।



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.