Home » গাংনীতে আল-হেরা ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের কম্বল বিতরণ

গাংনীতে আল-হেরা ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের কম্বল বিতরণ

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 43 ভিউ
Print Friendly, PDF & Email

মেহেরপুরের গাংনী উপজেলায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ালো ঢাকা আল-হেরা ফাউন্ডেশন। শুক্রবার মাইলমারী ও ভাটপাড়া গ্রামে দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

সকালে মাইলমারী ফুটবল মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে ১ শতাধিক অসহায় মানুষকে কম্বল দেওয়া হয়। এরপর বিকেলে ভাটপাড়া এলাকাস্থ বিএন কলেজ মাঠে আরও ৩ শতাধিক শীতার্তের হাতে কম্বল পৌঁছে দেয় ফাউন্ডেশন।

বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবক জাহিদ হুসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন ঢাকা আল-হেরা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ক্যামব্রিয়ান ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মো. জাহিদুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের পাশাপাশি ছাত্রনেতা আব্দুল গাফ্ফার। তিনি শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে ভবিষ্যতে আরও সহযোগিতার আহ্বান জানান।

কম্বল বিতরণ কার্যক্রমে স্থানীয়রা খুশি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সামাজিক সংগঠন হিসেবে আল-হেরা ফাউন্ডেশনের এই কার্যক্রম শীতকালে দুস্থ ও অসহায় মানুষের জন্য বড় সহায়তা হিসেবে ধরা হচ্ছে।

স্থানীয়রা মনে করছেন, এ ধরনের উদ্যোগ এলাকার জনজীবনে ইতিবাচক প্রভাব ফেলছে এবং সমাজের সর্বস্তরের মানুষকে মানবিক দায়িত্বের দিকে সচেতন করছে।



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.