“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরের গাংনীতে বর্ণাঢ্য র্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলার জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিদ হোসেন। সভাপতিত্ব করেন তিনিই। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাইদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নূরানী, ফায়ার সার্ভিসের কর্মীরা, শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডকালীন জরুরি পরিস্থিতি মোকাবিলার উপর প্রায়োগিক মহড়া অনুষ্ঠিত হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্যোগের সময় কিভাবে দ্রুত উদ্ধার কাজ চালাতে হয়, তারা প্রদর্শন করেন।
গাংনী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাইদুর রহমান বলেন,প্রতিটি এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে আরও সক্রিয় করতে হবে। জনগণকে সম্পৃক্ত না করলে টেকসই দুর্যোগ মোকাবেলা সম্ভব নয়।
সভায় প্রধান অতিথি নাবিদ হোসেন বলেন, দুর্যোগ মোকাবেলায় সচেতনতা ও প্রস্তুতির বিকল্প নেই। স্কুল, কলেজ, অফিস—সবখানে মহড়া ও প্রশিক্ষণের মাধ্যমে মানুষকে প্রস্তুত রাখতে হবে। সবাই একসাথে কাজ করলে দুর্যোগে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব।”
দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত র্যালিটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে আশপাশের এলাকায় প্রদক্ষিণ শেষে পুনরায় বিদ্যালয়ে এসে শেষ হয়।
অনুষ্ঠানটি শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে দুর্যোগ প্রতিরোধে সচেতনতা ও অংশগ্রহণের বার্তা ছড়িয়ে দেয়।