Home » কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনায় মসজিদের মুয়াজ্জিন নিহত

কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনায় মসজিদের মুয়াজ্জিন নিহত

কর্তৃক Shariar Imran Mati
কুষ্টিয়া প্রতিনিধি 23 ভিউ
Print Friendly, PDF & Email

কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ীতে ড্রাম ট্রাকের চাপায় মসজিদের মুয়াজ্জিন মোহাম্মদ আলি (৭৩) নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে পাটিকাবাড়ী ইউনিয়নের নওদাপাড়া মোড়ের কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সড়কে এই দূর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলি ফকিরাবাদ নওদাপাড়া গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে।

0সে খেজুরতলা খাঁ পাড়া জামে মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করত। এই ঘটনায় তাৎক্ষনিকভাবে বিক্ষুব্ধ জনতা ট্রাকসহ ট্রাকের চালক ও হেলপারকে ধরে পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পে হস্তান্তর করেছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, নিহত মোহাম্মদ আলি আজ মসজিদে ফজরের নামাজ শেষ করে নওদাপাড়া মোড়ে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সড়ক পারাপরের সময় দ্রুতগামী একটি ড্রাম ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই নুরুন্নবী ইসলাম জানান, ড্রাম ট্রাকের চাপায় মোহাম্মদ আলি নামের একজন নিহত হয়েছে। বিক্ষুব্ধ জনতা ট্রাকসহ ট্রাকের চালক ও হেলপারকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। বিষয়টি নিয়ে নিহতের পরিবার ও উধ্বর্তন কর্মকর্তাদের সাথে পরামর্শক্রমে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.