Home » কুষ্টিয়ায় বসতঘরে ভ্যানচালকের নির্মম হত্যা

কুষ্টিয়ায় বসতঘরে ভ্যানচালকের নির্মম হত্যা

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 25 ভিউ
Print Friendly, PDF & Email

কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়নের শান্তিডাঙ্গা গ্রামে রোববার ভোরে বর্বরভাবে হত্যা করা হয়েছে মোশারফ হোসেন মুসা (৫৫) নামে এক ব্যক্তিকে। নিহত মুসা তার নিজ বসতঘরের বারান্দায় ঘুমানোর সময় অপরিচিত দুর্বৃত্তদের হাতে প্রাণ হারান।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতের কোনো এক সময় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মরগে পাঠানো হয়েছে। নিহত মোশারফ হোসেন মুসা ওই এলাকার মৃত আকবর মন্ডলের ছেলে এবং পেশায় ভ্যানচালক ছিলেন। তার বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

স্থানীয়দের ধারনা, মুসাকে ভ্যান চুরির জন্য হত্যা করা হয়নি। নিহতের কন্যা শিখা বলেন, “ভ্যান চুরির জন্য আমার বাবাকে কখনো এমন নির্মমভাবে হত্যা করা সম্ভব নয়। পূর্ব শত্রুতার জের ধরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।” তিনি হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান, “নিহতের বুকে হাসুয়া জাতীয় ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। শুধুমাত্র ভ্যান চুরির জন্য এমন নির্মমতা করা সম্ভব নয়। অপরাধীরা ভ্যানও সঙ্গে নিয়ে যেত যদি বিষয়টি ভ্যান চুরি সংক্রান্ত হত।” তিনি বলেন, পুলিশ দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের জন্য কাজ করছে।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.