Home » কুতুবপুর ইউনিয়নের উত্তরশালিকা গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

কুতুবপুর ইউনিয়নের উত্তরশালিকা গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 49 ভিউ
Print Friendly, PDF & Email

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের উত্তর শালিকা গ্রামে ব্যাপক গণসংযোগ ও পথসভা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৬টার দিকে গ্রামের প্রধান প্রধান সড়ক, দোকানপাট ও জনবহুল এলাকায় এই গণসংযোগ পরিচালনা করা হয়। কর্মসূচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর-১ আসনের দলীয় প্রার্থী মাওলানা তাজউদ্দিন খানের পক্ষে প্রধান অতিথি হিসেবে জামায়াতে ইসলামী জেলা নাইবে আমির মাওলানা মাহবুব আলম, এ সময় আরো উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা আমির সোহেল রানা, ছাত্র শিবিরের জেলা সভাপতি আব্দুস সালাম,মেহেরপুর সদর উপজেলা সেক্রেটারি ও আমঝুপি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী জাব্বারুল ইসলাম মাস্টার, কুতুবপুর ইউনিয়ন তদারকি হাফেজ জাবিরুল ইসলাম, শ্যামপুর ইউনিয়ন সেক্রেটারি মোকলেসুর রহমান, শ্যামপুর ইউনিয়নের রাজনৈতিক সেক্রেটারি আজমাইন হোসেনসহ ইউনিয়ন ও স্থানীয় পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী।
গণসংযোগকালে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করা হয়।
নেতৃবৃন্দ বলেন, দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও ইসলামী মূল্যবোধের বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নেই। তারা জনগণের কাছে দলের ভিশন তুলে ধরে বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে এবং জনকল্যাণমুখী উন্নয়ন নিশ্চিত করবে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময়, লিফলেট বিতরণ ও সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে এই কর্মসূচি সম্পন্ন হয়। এ ধরনের গণসংযোগের মাধ্যমে জামায়াতে ইসলামী মেহেরপুর-১ আসনে তাদের নির্বাচনী প্রচারণাকে আরও জোরদার করছে বলে দলীয় সূত্র জানিয়েছে।



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.