মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়ন বিএনপির নব-নির্বাচিত নির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে সাহেবনগর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কাজিপুর ইউনিয়ন বিএনপির নব-নির্বাচিত সভাপতি শাহাব উদ্দিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসুদ রানা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক আব্দুল হক ও মনজুর হোসেন টকি প্রমুখ।
এ সময় বক্তারা নব-নির্বাচিত নির্বাহী কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, তৃণমূল থেকে সংগঠনকে আরও শক্তিশালী করতে সবার ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা দলের প্রতি আনুগত্য ও শৃঙ্খলা বজায় রেখে আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়ার আহ্বান জানান।
সভায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।