‘গাংনীতে বিধবা বৃদ্ধার চাল আত্মসাৎ ডিলারের বিরুদ্ধে জাল টিপসহির অভিযোগ’ শিরনামে গত ১৭ সেপ্টম্বর আমাদের সূর্যোদয় পত্রিকায় প্রকাশিত সংবাদ প্রকাশিত হয়। এসংবাদটি আমলী আদালতের দৃষ্টিগোচর হলে, আদালত স্বপ্রণোদিত হয়ে বিষয়টি তদন্তর জন্য গাংনী থানার ভার প্রাপ্ত র্ককর্তা ওসিক নির্দেশ দিয়েছেন। আমলী আদালতেরবিচারক জাহিদুর রহমান স্বপ্রণোদিত হয়ে বিষয়টি আমলে নিয়ে গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টম্বর) এই আদেশ দিয়েছেন। মামলার বিবরণে বলা হয়েছে গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় নিয়োগপ্রাপ্ত ডিলার জিয়াউর রহমানের বিরুদ্ধে এক বিধবা বৃদ্ধার চাল আত্মসাৎ করার সংবাদ “আমাদের সূর্যোদয়” পত্রিকায় গত ১৭ সেপ্টেম্বর প্রকাশিত হয়। সংবাদটি আদালতের নজরে আসে। সেখানে উল্লেখ করা হয়, ৭৫ বছর বয়সী বিধবা বেনুয়ারা খাতুনের টিপসহি জাল করে আগস্ট মাসের প্রাপ্য ৩০ কেজি চাল আত্মসাৎ করেছেন ডিলার। এ ঘটনাকে আদালত অমানবিক ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে অভিহিত করেছেন। মামলায় উল্লেখ করা হয়, উক্ত অভিযোগ প্রমাণিত হলে তা দণ্ডবিধি ১৮৬০-এর ৪৬৭, ৪৬৮, ৪০৬ ও ৪২০ ধারায় শাস্তিযোগ্য অপরাধ, যার জন্য কারাদণ্ড ও জরিমানার বিধান রয়েছে। এ ঘটনায় কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলেও আদালত উল্লেখ করেন। পরিপ্রেক্ষিতে আদালত অফিসার ইনচার্জ (স্বয়ং), গাংনী থানাকে বিষয়টি তদন্তের নির্দেশ দেন এবং আগামী ২০ অক্টোবর ২০২৫-এর মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। অভিযুক্ত ডিলার জিয়াউর রহমান গাড়াবাড়িয়া গ্রামের খলিলুর রহমানের ছেলে এবং গাড়াবাড়িয়া নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি প্রথমে দাবি করেন, “বেনুয়ারা আগস্ট মাসে চাল নিতে আসেননি।” তবে টিপসহির বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি সঠিক জবাব দিতে ব্যর্থ হন এবং এড়িয়ে যেতে চেষ্টা করেন।
পূর্ববর্তী পোস্ট