মেহেরপুর সরকারি কলেজের মাঠে শুক্রবার অনুষ্ঠিত আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল ইভেন্টে মেহেরপুর সরকারি কলেজ চ্যাম্পিয়ন হয়েছে।
ফাইনাল খেলায় মেহেরপুর সরকারি কলেজ মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের মুখোমুখি হয়। নিয়মিত সময়ে দু’দলের কেউই গোল করতে না পারায় ম্যাচ শেষ হয় ০–০ স্কোরে। ফলে চূড়ান্ত ফল নির্ধারণে টাইব্রেকার ব্যবহৃত হয়।
টাইব্রেকারে মেহেরপুর সরকারি কলেজ ৫–২ গোলে জয়লাভ করে শিরোপা অর্জন করে। খেলোয়াড়রা উচ্ছ্বাসে ফেটে পড়েন এবং নিজেদের কৃতিত্ব উদযাপন করেন। বিজয়ী দলের খুশি প্রকাশ্যে ফুটে ওঠে।
খেলা শেষে বিজয়ী এবং রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক ও কর্মকর্তা, যারা খেলোয়াড়দের উৎসাহিত করেন এবং ক্রীড়া চর্চার গুরুত্বে গুরুত্বারোপ করেন।
মেহেরপুর সরকারি কলেজের এই জয় কলেজের ক্রীড়া ইতিহাসে নতুন গৌরবের যোগ করেছে। এলাকার ক্রীড়াপ্রেমীরা এ ধরনের আন্তঃকলেজ টুর্নামেন্টের মাধ্যমে তরুণদের মধ্যে শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধির পাশাপাশি ক্রীড়া চর্চার আগ্রহ আরও বাড়ছে বলে মনে করছেন।

