বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি জাফর আহমেদ এক দিনের সংক্ষিপ্ত সফরে মেহেরপুরে আসেন। সোমবার রাতে তিনি মেহেরপুর সার্কিট হাউসে পৌঁছালে জেলা ও দায়রা জজ এসএম নাসিম রেজা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম, পুলিশ সুপার মনজুর আহমেদ সিদ্দিকী এবং বিভিন্ন আদালতের বিচারকবৃন্দ। এছাড়া জেলা আইনজিবী সমিতির সভাপতি মারুফ আহমেদ বিজন, পিপি পিপি সাইদুর রাজ্জাক, আইনজীবী ফোরামের আহ্বায়ক আসাদুল আযম খোকন, এপিপি (নারী ও শিশু) মকলেসুর রহমান স্বপন, অ্যাড. মোস্তাফিজুর রহমান তুহিন প্রমুখ।
গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিচারপতি জাফর আহমেদ জেলা ও দায়রা জজ আদালত, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এবং লিগ্যাল এইড অফিস পরিদর্শন করেন। তিনি আদালতের বিভিন্ন শাখা ঘুরে দেখেন এবং সার্বিক কার্যক্রম ও প্রশাসনিক দিক সম্পর্কে খোঁজখবর নেন। পরিদর্শনকালে সংশ্লিষ্ট আদালতের কর্মকর্তারা উপস্থিত থেকে তাঁকে স্বাগত জানান এবং আদালতের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। বিচারপতি জাফর আহমেদ এ সময় বিচার বিভাগকে আরও স্বচ্ছ, কার্যকর ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি মামলার জট নিরসন, নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি এবং দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর জন্য সরকারি আইনি সহায়তা কার্যক্রম জোরদারের বিষয়ে নির্দেশনা প্রদান করেন। এ সফরের মাধ্যমে জেলার বিচারক, আইনজীবী ও সাধারণ মানুষের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে স্থানীয় আইন মহল মনে করছে।
পূর্ববর্তী পোস্ট